হিংস্র হায়েনার হাসিতে বিলাস!
ক্ষুধার্ত বাঘিনী ছোটে
হরিণীর পিছে,


নিপীড়িত মানুষের মুক্তির তরে,
প্রার্থনা করি এসো
বিধাতার কাছে।


করতে পারে কি কেউ কারও কল্যাণ!
অসহায় মানুষের কি
ক্ষমতা আছে!


সাধ্য মোটেই নেই ঘাতক-খুনিরও,
খোদার মর্জি ছাড়া
পৃথিবীতে বাঁচে!


সূর্যের উত্তাপে মানুষের তৈরী
উপগ্রহ ঝলসে যায়
আকাশের নীচে!


দাবানলে জ্বলে যাক দাজ্জালের দূর্গ,
তারপর জলোচ্ছাসে
যাক ধুয়ে-মুছে।