ধনী যদি হও ভবে, তবে তুমি যেও ফের
দরিদ্র মানুষের বাড়িতে,
আন্তরিকতার সাথে সমাদর পাবে ঢের,
আপ্লুত হবে তুমি অতিথি আপ্যায়নে চকিতে!


আর যদি হও তুমি দরিদ্র অসহায়
নিজেকে রাখিও দূরে সরিয়ে,
কেন যাবে আছে যেথা অনাদর, অবহেলা
যেও না ধনীদের সীমানাটা মাড়িয়ে।


দরিদ্র বধু ওই পড়েছে সোনার হার;
ভাবে সবে পিতলের গহনা!
সোনার পানিতে ধুয়ে রূপোর অলঙ্কার;
দেখে সবে, পড়ে যবে, ধনীর দুলালী ওই অহনা!


সবাই সমান হলে উভয়েরই মান বাঁচে
পাবে না কেউ মনে বেদনা,
শান্তির ঘ্রাণে থাকে সুখ সুখ অনুভূতি,
ধনীর স্বজন হতে অহেতুক কর কেন সাধনা!


এ জগতে জানো আগে নিজেকে;
যে পথে মান বাঁচে সেই পখ ধর,
সুখের সংজ্ঞা নিয়ে কেন কর মাতামাতি
অতীত মন্থন করে আগামীর জীবনটা গড়।