ভাদ্র মাসের রোদেলা দুপুরে
ঘাম ঝরা উত্তাপ,
মানুষের মাঝে বাড়ে হাঁসফাঁস
বাড়ে তৃষ্ণার চাপ।


শীতাতপ ঘরে কেউ করে বাস
কেউ কেউ করে কষ্ট,
কেউ শুয়ে থাকে পাখার নীচে
কেউ হয় ঘামে পিষ্ট!


বৃক্ষরাজির লতা-পাতা নিশ্চুপ;  
করিয়াছে যেন পণ,
নড়াচড়া থেকে  রয়েছে বিরত
করছে না কম্পন!


তার মাঝে তবু চলে উৎসব
তালের পিঠার ধুম,
পোলাপান ধরে আব্দার কত
ভুলিয়া রাতের ঘুম।


জননী তখন ভুলে সব দুখ
শুরু করে আয়োজন,
শত কষ্টেও হাসি ফুটে মুখে
ভুলে যায় অনটন।