যে পথ বেঁকে গেছে, দুই দিকে ভাগ হয়ে
তারে তুমি রুখে দিবে কি দিয়ে!
অভিন্ন আলোর পথে তুমি ও আমি ছিলাম
এক সাথে মিলে মিশে এক হয়ে।


অপেক্ষার প্রহর কাটে, বিরহ বেদনা সয়ে!
মিলনের আকুতি ছাড়ে দীর্ঘশ্বাস!
ভাঙ্গা-গড়ার খেলা ঘরে, সবাই করি বাস!
তবুও চাষ করি স্বপ্ন বারোমাস!


স্বার্থান্ধের আগ্রাসনে জমিন যেইখানে বিপন্ন,
জীবন সেখানে শুধু করে হাহাকার!
মেকি এসময়ে জানি ভালোবাসা শুদ্ধ নয়!
তাইতো কঠিন দিন করে যাই পার!


তৃষিত জীবন চায় মায়াবী আঁচলের আশ্রয়।
চায়, সৌন্দর্য বিলিয়ে নিশ্চিন্ত হতে,
রাতের তারারাই জানে বিরহের কত জ্বালা
তাইতো সুখ চায় ভাগ করে নিতে।