সময়ের বিবর্তনে বদলে যায় জনতার প্রতিপক্ষ;
কারণ, সময়ের স্রষ্টাই অলক্ষ্যে গড়ে তাঁর লক্ষ্য,
তাই তো ইতিহাসের পুনরাবর্তন হয় বার বার।
সৃষ্টি করে মানুষের মাঝে ঘনকুয়াশার অন্ধকার!


এখানেই প্রশ্ন থমকে যায়, মানুষের চরিত্র কেন
বিতর্কের জন্ম দিয়েই উল্টো পথে ঘুরে দাঁড়ায়?
যা কখনো কারো কাম্য নয়, তবুও ঘটে যায়!
এটাই বুঝি ভাগ্যলিপি, যা মানুষকে দুঃখ দেয়!


ইতিহাসের গতিপথে চড়াই-উৎরাই করে স্বপ্নেরা
ভালোবাসার ছবি এঁকে এঁকে হৃদয় ভরিয়ে দেয়,
আবার-অসতর্ক মুহুর্তে লোভ এসে মোহ বিলায়!
তখনই রহস্যের গভীরতায় চৈতন্য হারিয়ে যায়!


লৌহকপাটের আড়ালে যার জীবন কলঙ্কিত হয়;
কালের স্রোতে দীপ্ত মশাল নিজেই নিভিয়ে দেয়!
আশাহত জনতার কাছে চুপিসারে অবাঞ্ছিত হয়!
সেদিন মানুষ ইতিহাসের বাঁকে বিলুপ্ত হয়ে যায়!