গভীর অরণ্য মাঝে বসতি আহার খোঁজে
কে কার শিকার হবে বোঝা বড় দায়,
বাঘে আর সিংহে লড়ে, কাঁপে বনভূমি
গিনিপিগে আশ্রয় খোঁজে বড় অসহায়!


অগনিত আরণ্যকের উপচে পড়া ভিড়ে
আধুনিক দর্শনে ক্রমাগত ধর্ষণ বাড়ে,
সেবকেরা নির্বিচারে রাজকোষ লুঠ করে
দুর্ভিক্ষের হাহাকারে অন্নহীনেরা মরে!


কুমিরে-হাঙ্গরে দেখ, নেই কারো মিল
সমুদ্র-জলাশয়ের ওরা মহাত্রাস!
মলা-ঢেলা, চুনো-পুঁটি নয় নিরাপদ;
অভাগা অঝোরে কাঁদে, ভাগ্যের পরিহাস!


ইদানীং দাজ্জালের চমকের মায়াজালে
ইয়াজুজ-মাজুজ সবই করে যায় গ্রাস!