ক্ষমতার ছত্রচ্ছায়া চায় অপরাধী;
সমাজের শত্রু ওরা, যেন মহাব্যাধী!
মানে না কোন আইন, অবাধ্য-বর্বর!
ব্যাভিচারে মগ্ন থাকে, অসুখে জর্জর!
শুভকাজে নেই ওরা, আকামের গুরু
দেখলে ওদের ছায়া, প্রাণ দুরু দুরু!
খুনের কৌশল যত, ওরা জানে ভালো
স্বার্থের হানী হলেই, মুখ হয় কালো!


আর নয় বাড়াবাড়ি, শিষ্ট হয়ে যাও
সততা বজায় রেখে, ঈমান বাড়াও,
পরিহার কর পাপ, খোদাকে ডরাও-
পরকালে ক্ষমা পেতে সুপথে আগাও।
লোভ-মোহ করে ত্যাগ, মেহনতি হও
মানুষকে ভালোবেসে, কাছে টেনে নাও।