আম-কাঠালের বতর গেল
হ’লো না তাও দেখা,
বাতাস দিয়ে ঘুম পাড়াবো
রইলো পড়ে পাখা!


আষাঢ়-শ্রাবণ ঘরের চালে
ঝরলো কত বৃষ্টি,
তোমার তরে জেগে থেকে
ঝাপসা হ’লো দৃষ্টি!


গাছপাকা তাল পচলো ঘরে
খাওয়ার মানুষ নেই!
হাউস ছিলো লিখবো চিঠি
কার কাছে যে দেই!


শীতের ভাবনা ভেবে করি
পিঠা পুলির আয়োজন,
কার্তিক গেল, অঘ্রাণ গেল
পুড়লো আমার মন!


মাঘের শীতে হ’লাম কাবু
মানে না কম্বলে!
তবু খবর নাও না তুমি
সময় গেল জলে!


আসবে তুমি ফাগুন মাসে
করেছিলাম আশা,
তবু তোমার জন্য আমার
রইলো ভালোবাসা।