কোন এক শীতের সকাল;
শিশির মাড়িয়ে যাব প্রবাস থেকে
চমকে যাবে তুমি আমায় দেখে!


হয়তো তখনো ঘুম ভাঙ্গেনি তোমার,
কুয়াশায় ঢেকে আছে পূবের পাহাড়!
নীরবে নিঃশব্দে দাঁড়িয়ে দরজায়
কড়া নেড়ে অপেক্ষায় রইবো কিছুটা সময়।
ওম ছেড়ে আসবে তুমি গুটি গুটি পায়ে
আলস্যে ভরা দেহটাকে চৌকাঠে টেনে এনে
জানতে চাইবে তুমি আগন্তুকের পরিচয়;


ক্ষাণিকটা নীরবতা! কিছুটা অস্থিরতা!
উত্তাপ ছড়াতে আবারো ছোট করে টোকা!
কিছুটা বিরক্তি নিয়ে কপাটটা খুলে দিয়েই
থমকে যাবে তোমার বিস্ফারিত নয়ন যুগল!
অস্ফুট স্বরে আবেগ প্রকাশ পাবে বিরহ ব্যথার!
আচমকাই ডুকরে উঠবে তোমার স্বপ্নীল হৃদয়!
ঝাঁপিয়ে পড়বে তোমার প্রিয় সাগরের বুকে;
এর নাম যদি ভালবাসা হয়-
তবে ভালবাসা বেঁচে থাক যুগ যুগ ধরে
নীরবচ্ছিন্ন ভাবে এই অবনীর বুকে।