(নব বর্ষের শুভেচ্ছা)


বাংলা নব সনের শুভেচ্ছা নিও!
বিনিময়ে একটু খানি দিও ভালবাসা,
এটাই তো বাঙালীর একান্ত আপন
যেখানে এখনও বেঁচে আছে আশা।


এখানেই খুঁজে ফিরি শৈশব-কৈশোর
এ মাটিতে মিশে আছে শেকড়ের ঘ্রাণ,
রাখালী বাঁশির সুরে মিশে আছে প্রীতি
মিশে আছে বাঙালীর জীবনের গান।


সুখের স্বপ্ন মনে আল্পনা আঁকে ক্ষণে
পহেলা বৈশাখে জেগে ওঠে প্রাণ,
প্রেয়সীর নিঃশ্বাসে দখিনা বাতাস হাসে
ঢেউ খেলে মাঠে মাঠে সোনালী ধান।


একতার ছন্দ গাঁথে হৃদয়ের টান
উৎসবে মেতে উঠে ভুলে অভিমান।