বাংলাভাষা কি আরো একবার হলো পরীক্ষার সম্মুখীন?
“বাংলা ভালো ভাষাও নয়, ভালোবাসাও নয়!”
এ যেন সরাসরি উস্কানিমূলক চ্যালেঞ্জ!
হে বাঙালী, আবার রুখে দাঁড়াও।


সারা বিশ্বে স্বীকৃতি পেয়েও বাংলা আবার বিতর্কিত কেন?
কি বলবেন প্রিয় বাঙালী কলমযোদ্ধা ভাই-বোন?
বিশ্বজুড়ে এ ভাষীর সংখ্যা কি এতই কম?
এ ভাষায় কি সৃষ্টি হয় না আবেগ?


বিশ্ব পরিমন্ডলের কোথাও কি বাংলার কোন অবদান নেই?
বায়ান্নর পর বাঙালীর কলম কি ভোঁতা হয়ে গেছে!
সমালোচকরা কারা? কিই বা আছে ইতিহাস?
তবে, কেন বাংলা ভাষাকে তাচ্ছিল্য?


অনেকবারই আগ্রাসনের মুখে বাংলা ভাষা হয়েছে বিপর্যস্ত!
যদিও আজ আপ্রাণ চেষ্টা করছে টিকে থাকার তরে,
অথচ, সেটাই ছিল বাংলা ভাষার রাজধানী;
আবার হয়তো সামনে কঠিন পরীক্ষা!


অথচ, বাংলা ভাষার তরেই কতবীর দিলো বারবার প্রাণ!
তারপরও চলে বাঙালীর ভাষা নিয়ে কত ষড়যন্ত্র!
একাত্তরে যুদ্ধ করে বাঙালী পেল বাংলাদেশ,
নইলে পেত না  বিশ্বে এ ভাষা স্বীকৃতি।


https://www.youtube.com/watch?v=IjCy2pb17ZE ( কবির সুমন, কোলকাতা। দয়া করে সম্পূর্ণ ভিডিও টি দেখুন)