চিত্ত বিনোদে মত্ত থাকিয়া
সত্য হারিয়ে ফেলি,
মিথ্যার কাছে পরাজিত হয়ে
অশ্লীল খেলা খেলি!


অভিসারী মন করে জ্বালাতন
আসল ছুড়িয়া ফেলি,
নকলের সাথে সখ্যতা গড়ে
মিছে করি দলাদলি!


সত্যের সাথে মিথ্যা মিশিয়ে
আপন স্বার্থ গড়ি,
ক্ষমতার মোহে পাগলের মত
আঁধারের পথ ধরি!


এমনি করে আর কত দিন
স্রষ্টাকে দিবো ধোঁকা,
আমার কান্ডে শয়তানও হাসে
আমাকেই ভেবে বোকা!


দুনিয়ার তরে হয়ে পেরেশান
করি কত অন্যায়,
অথচ, স্রষ্টা ভাসাবে আমায়
কঠিন অনল বন্যায়!