শুনেছো কি ছুটে আসছে প্রাণঘাতী গ্রহাণু?
আসছে ওই মহাশূন্য থেকে ধুমকেতু ধেয়ে!
পাগলপারা নাসা খোঁজে ভিনগ্রহে আবাসন,
কারণ, সুনামী আসছে তেড়ে যমকে নিয়ে!


পরিবেশ বিধ্বস্ত আজ ভূকম্পন-ভূমিধসে;
চলে দাবানল-তুষারঝড়-প্লাবনের তান্ডব!
গ্রাস করে নগর-বন্দর মহাঝড়-সাইক্লোন
ভাঙ্গে বসতি-জনপদ, মসজিদ-পুজামন্ডপ!


শঙ্কা বাড়ে মানব মনে শীলাবৃষ্টি-বজ্রপাতে
ভস্ম হয়ে যায় শষ্যক্ষেত্র অনাবৃষ্টি-খরাতে!
আহারে প্রকৃতিবাদী! প্রকৃতি হয় লন্ডভন্ড!
কেমন আত্মঘাতী হয়ে যায় রাত-বিরাতে!


তবু উদাসীন মানুষ ভালোবাসে তাগুতকে!
মানে না আল্লাহ্’র অস্তিত্ব আর ক্ষমতাকে!
বরং ব্যঙ্গ-বিদ্রুপ করে বিশ্বস্রষ্টাকে অহমে!
কিন্তু হয় না বুঝি বা শেষ রক্ষা করোনাতে!