খুশির দিনে পেলাম আমি
আরেক খুশির খবর,
গুজব হলেও হতেও পারে!
তবে খবরখান জবর!
বাতাস নাকি যাচ্ছে ঘুরে
চলছে হিসাব ভিন্ন!
ছিল যে সুবিধার ছায়ায়,
এবার হবে ঘৃণ্য!
উপরে খেয়ে তলে কুড়াও!
বদলে যাবে দৃশ্য,
মজার খেলায় হেরে গেলে
হতেও পারো নিঃস্ব!
খেলার সাথীরা মিলে-ঝুলে
গড়েছিলে দৃঢ় ঐক্য,
নীতিহীনতার চূড়ায় উঠে
বানিয়েছিলে দুষ্টচক্র!
ভেঙ্গে গেলে সেই খেলাঘর
ধ্বসে যাবে অহমিকা,
নিভে যাবে ঘোরের বাতি
থামবে নেশার চাকা!