আমাদের নেই জমি, তুমি ফেলে রাখো ভূমি
জমিন খোদার দান, গ্রাস করে হলে স্বামী,
আমাদের ঠাসাঠাসি
তোমদের হাসাহাসি!
ভূখন্ড ভাগ কর মানুষের গড় অনুপাতে।


ধর্ম বিভেদ ছেড়ে গড়ে তোল একতা
সমতার দাবী তোল বঞ্চিত জনতা,
তুমি কর বিলাসিতা
আমি হতভাগা পিতা,
ঘরের অভাবে যারা পারি না ঘুমাতে!


আমাদের লুট করে হলে তুমি জমিদার
আফ্রো-এশিয়া জুড়ে চলিতেছে হাহাকার!
দুখের পরিধি বাড়ে
অগনিত জন ভারে,
অসময়ে মরণ আসে অমানিশা রাতে!


প্রভূর জমিনে আছে সকলেরই অধিকার
আমার জমিন নেই, তোমরা গড় খামার!
মারণাস্ত্র বেচে দিয়ে
চলে যাও টাকা নিয়ে
বেহুঁশ নেতারা ক্ষমতার মোহে যুদ্ধে মাতে!