গগনচুম্বী প্রত্যাশার এ নয় প্রাপ্তিস্থান!
একুশ শতক খুঁড়ে খুঁড়ে দেখ,
পেতে পারো তার সিংহদ্বারের সন্ধান।
এখানে আমার স্থায়ী কোন বসতি নেই,
যেন নীড়হারা কালিক যাযাবর!


এ আমার বিক্ষত অভিপ্রয়াণ!
শুনেছি মহাকালের শোধনাগার!
যেখানে শুধু দুঃখ, বিষাদ, অভিসম্পাত!
পড়ে আছি মায়াবী-কুহকে বন্দী হয়ে;
এ এক ভয়ানক, নৃশংস কারাগার!


আমি সেই স্বপ্নহীন মানুষেরই প্রতিচ্ছবি!
যার গভীরে হৃদয় বলে কিছু নেই!
আছে শুধু হতাশার ধু-ধু বালুচর!
আমাকে ছুঁয়ে দেখ, নিরুত্তাপ পাথর সম-
মহা-প্রলয়ের অপেক্ষায় বসে আছি নির্বাক!