জালিমের কোলে বসে করি জুলুমের বয়ান!
অজস্র ভক্তের অশ্রুতে ভিজে যায় তীর্থস্থান!
তবু করে না কেউ, রুখে দাঁড়াবার আহবান!
জুলুমের শিকার যখন বাধাহীন হারায় প্রাণ!
তখনও অনুজীবী দেখায়-অনন্ত সুখের স্বপন,
বিধানকে বিতর্কিত করে মজা পায় শয়তান!
রাজভান্ডার থাকে, তার তরে তাই অবারিত!
যদিও ওরা দরবারী সাধু বলে হয় পরিচিত!
কখনো পাখির মুখ থেকেও ছড়ায় দাবানল!
ভস্ম হয়ে যায় সজ্জিত বাগান! বাঁচেনা খল!
বাতাসে তখন হাসে অবমুক্ত বিজয় নিশান!
দীনদের মুখে হাসির ফোয়ারা ফুটে-অম্লান।
আর নয় মুহূর্তের ক্ষয়, ভুলে যাও অভিমান;
বেশি দূরে নয়-আসবে সেদিন, হবে মহান।