অশান্ত সাগরে নেই উত্তাল ঢেউ!
ঝড়ের আঘাত শেষে স্বপ্ন গিয়েছে ভেসে;
হিসেবের গড়মিলে সাফল্য গিয়েছে ফেঁসে,
যেন অপমানে-অভিমানে উদাসী আকাশ!


শ্রান্ত পান্থ আজ হারিয়ে মেজাজ
ভুলে গেছে ফেলে আসা সকল ব্রত,
বুকের গভীরে ক্ষত, রক্ত ক্ষরণে রত;
মুক্তির আকুতি করে, করে ফরিয়াদ!


তবে কি হারিয়ে গতি, স্বীকার করেছে নতি
সুপ্ত শক্তি কি তবে হলো নিঃশেষ!
কেড়ে কি নিল আশা, মুখে কেন নেই ভাষা
বিলাসী অনুচর বুঝি করেছে প্রবেশ!


ভ্রান্তির বেড়াজালে ক্লান্তির আভাস দলে!
সর্বস্বান্ত সহচরে স্তম্ভিত দগ্ধ ঘরে;
নিপীড়নে-ধর্ষণে কম্পমান খোদার আরশ!
বিমূঢ় ধ্বংস হয়; সত্যাগ্রহীরা চালায় প্রয়াস।