লাশের মিছিল দেখে আঁৎকে উঠি!
শুনি মহাসমাপ্তির ভয়াল পদধ্বনি!
তবুও মানুষ কতটা লজ্জাহীন হলে
চুরির বখরা নিয়ে করি টানাটানি!


বিশ্বাসের শৃঙ্খল কতটা আলগা হলে
নিজেকে ভেবে বসি বিশ্ব অধিপতি!
কতটা অকৃতজ্ঞ হলে অধীনতা ভুলে
মানুষের হক নিয়ে তামাশায় মাতি!


হায়! কতটা অর্বাচীন হলে দম্ভভরে
হুঙ্কার ছেড়ে আধিপত্য জাহির করি!
অথচ, ভাবি না নিজেদের অসহায়ত্ব;
ধরতে পারি না টেনে সময়ের ঘড়ি!


নিজের অজান্তে কখন যে খসে পড়ি
চৈতন্যের গন্ডি থেকে পড়ন্ত বিকেলে!
যদিও ভুল ভাঙ্গে যমদূত অগ্রে এলে;
মরণ খামচে ধরে, ভাসি নেত্র জলে!