ওরা এখনো সেকালের মতই উৎপীড়ক!
আমিও আগের মতই পড়ে আছি নির্জীব-
অবিদিত আগামীকে নিকট অদূরে রেখে!
খন্ডকালীন এ জীবনটাকে তুচ্ছ মনে হয়!
অথচ, শুরুটা ছিল কেমন রঙিন-স্বপ্নময়।


কালের সাক্ষী হয়ে রুদ্র সময় করি পার!
জানি না প্রসন্ন সকাল এখনো কতটা দূর;
উদ্ভট ব্যাফোমেটের ভয়ানক ক্যারিশমায়
মানবতা বিপন্ন হবে, হবে দুর্বৃত্তদের জয়!
ছড়িয়ে পড়বেই অধর্ম-অকল্যাণ বিশ্বময়!


ওদের উচ্ছাসে সভ্যতার সংজ্ঞা বদল হয়!
প্রশ্নহীন উন্মার্গের অভিঘাতে বিবর্ণ ধরিত্রী;
এখন জীবনের জয়গান শুধুই কল্পনা মাত্র,
ওরা দেখতে চায় সীমিত জনতার আবাস!
ওরা লুটে নিতে চায় অবোধ্য ক্ষমতানীড়!


ওরা খুনির প্রেতাত্মা, বিকারগ্রস্ত-উন্নাসিক!  
সময়কে বেঁধে রাখতে চায় আপনার স্বার্থে!
আপনা স্বেচ্ছাচারিতাকে ভাবে অপ্রতিরোধ্য!
সাজাইতে চায় বিষবৃক্ষ দিয়ে জগত কানন!
অথচ দেখে না শিয়রে দাঁড়িয়ে আজরাঈল!