কোন দায়ুসের কন্যা তুমি
কোথায় তোমার বাস?
পোশাক পড়েও নগ্ন তুমি
এ কিসের আভাস!


হৃদের মাঝে জ্বলে তোমার
ফাগুন-চৈতের রাগ,
হাওয়ার সাথে ভ্রমর উড়ে
লক্ষ্য সুখের বাগ!


বনের মাকড় মধু শুষে
রয় না মনে দাগ!
সুবাস কাড়ে কত নাগর
যায় সে ছুঁয়ে ফাগ!


আলতো করে ধূর্ত বাঁদর
মনের খবর চায়,
পেখম মেলা বনের ময়ুর
সুখ খুঁজিয়া পায়!


ঊর্মির ভাঁজে মুক্তো হেসে
চমক দিয়ে যায়,
বরণডালায় মখমলী চাঁদ
ছোটে ভোগের নায়!