উল্টোপথে হাঁটছি সবাই ভুলে গেছি অঙ্গীকার
কথা ছিল সভ্য হবো কিন্তু হলাম সঙ্গী কার!
কেউবা করি চুরিদারী, কেউবা করি রংবাজী
দেশের তরে ত্যাগ স্বীকারে কেউই নই রাজি!


নিজকে নিয়ে ব্যস্ত সদা ভাবছি না দেশ নিয়ে
মজার মজার খাদ্য খাবো রান্না হবে ঘি দিয়ে,
আমরাই শুধু লুটবো মজা, দেখবে সবাই চেয়ে
গড়বো প্রাসাদ স্বর্গ যেমন, থাকবে পাশে প্রিয়ে।


ভালো ভালো পেশা যত রাখবো নিজের দখলে
সুরা-সাকির জমবে আসর রং বাহারি মখমলে!
নট-নটীদের নাচে-গানে রঙ্গমঞ্চেই কাটবে রাত
মিষ্টি-মিষ্টি ভাষণ দিয়ে জনতাকে করবো মাত!


অন্তরালে ভাগ-বন্টন, হিসেব-নিকেষ করবে কে?
চাইলে কেউ অংশ-টংশ, বংশ তার গুঁড়িয়ে দে,
রাজা-প্রজার খেলাঘরে ফাউল-টাউল নিখাদ সব;
ইচ্ছেমত রচবো আইন, করবো দাবী নিজেই রব!


এমনি করেই দেশ-দুনিয়া মজা করে করব ভোগ
ডাক্তার আছে, ঔষধও আছে, ভাগবেই সব রোগ!
চিন্তা করো ওহে মানুষ, কোথায় গেল মরণ ভয়?
মনে রেখ সেইতো সেরা, পরকাল যে করবে জয়।