মুক্তির আনন্দ শক্তির দাপটে যেথা ম্লান;
ফুলের সৌরভ যেথা অযথা অবাঞ্ছিত
বরণীয় হয় যেথা কদর্য প্রাণ,
অনাচার অসভ্যতার কাছে হয়ে আছি নত শির;
হারিয়ে বসে আছি কাঙ্খিত স্বর্গের সাজানো সোপান!
প্রলাপে প্রলুব্ধ হয়ে করি গুনগান,
করিডোরে দন্ডায়মান অক্টোপাশ শৈতান!
অগনিত বুকের ধন হারিয়েছে প্রাণ!
ছল্ ছল্ আঁখি নিয়ে নির্বাক জননী যেন নিষ্প্রাণ,
সংস্কৃতিও সেবাদাসীর মত করজোড়ে
নগদ নারায়ণের কাছে করিছে প্রণাম!
বিনোদনে ব্যস্ত সদা আনন্দে বিভোর-
বসন্তের বাসন্তীরে দেয় নিত্য প্রতিদান,
কোথায় বিচরণ করি, স্থান কাল ভুলে গেছি,
মোহ এসে করে গ্রাস, আদর্শ হলো লাশ!
লক্ষ্যহীন জীবন নিয়ে মর্ত্যে গড়েছি ঠুনকো নিবাস!