কুয়াশার চাদর মুড়ি দিয়ে শিশির
যখন শয্যা পাতে নরম নরম ঘাসে,
আমার স্মৃতির পাতায় লুকিয়ে থাকা
কৈশোর তখন ফিরে যেতে চায় সেই
যে ফেলে আসা বট-পাকুড়ের দেশে!


মনে পড়ে শৈশবের চড়ুইভাতির কথা-
ডিঙ্গি নৌকায় চড়ে ঢেউ ভাঙ্গার কথা,
নৌকাবাইচ দেখার মজাই আলাদা;
সেই যে বৈশাখী মেলার জিলাপী!
এখনো দোলা দেয় নাগরদোলা।