গরীব মানুষ ফুচকা বিকায়
ভ্যান গাড়িতে করে,
নিত্য নতুন জুলুম চালায়
বাড়তি চান্দা ধরে!


হারাম খোরের সন্তানেরা
চোর ডাকাত আর খুনী,
বাঁদর ছেলের নেশার টাকা
বাপ মা যোগায় শুনি!


সত্য মিথ্যা বয়ান করে
হাত পেতে খায় ঘুঁষ,
ফকির মিছকিন শরম পেলেও
হয়না তাদের হুঁশ!


দশ বছরের জন্য বানায়
ইট পাথরের পথ,
ছ’মাস পরে চলে না আর
জগন্নাথের রথ!


চোখের সামনেই হচ্ছে সবই
দেখার কেহ নেই!
বাদ-প্রতিবাদ করবে যে জন
ধরা খাবে সেই!


হর হামেশা বজ্র ভাষণ
উন্নয়নের গীত!
মোচড় দিয়ে ধ্বসে পড়ে
স্বর্গ রাজ্যের ভিত!