ভেসে গেছে ভিটেমাটি,
চারদিকে শুধু পানি,
আকাশটা ছেয়ে আছে মেঘে।


স্বপ্নরা ভেঙে গেছে,
ছায়াটুকু উড়ে গেছে,
গবাদির পাল গেছে ভেগে।


গুম গুম মেঘ ডাকে,
আঁধারে আঁধার নামে,
বাতাসের বেগ আছে বেশ।


ছেলে মেয়ে সংসার,
সবদিকে হাহাকার,
জীবনটা হয়ে গেছে শেষ।


চিন চিন করে বুকে,
বেদনার ঝড় ওঠে,
অশ্রুর বন্যায় ভাসি।


আবার দেখা হবে,
কথা হবে, গান হবে,
ফিরে যদি কোনদিন আসি।