আঁধার রাতে কারা কাঁদে
             গ্রাম থেকে গ্রামান্তরে।
ত্রস্ত ভীতি দানা বাঁধে
              সকলের এই অন্তরে।


দেওয়ান পাশা জাগে রাতে
                  সুখের নিদ্রা ভুলে।
প্রতি পাড়ায় পাহারা শুরু
                   ধরবে তাদের কলে।


রাত বাড়তেই বাড়ে আতঙ্ক
                  আর কতোরাত বাকি।
নরম গদিতে দেহ এলায়ে
                 খোলা দুটো আঁখি।


বহু পুরুষ মিলিত কন্ঠে
                   ধরে যখন রোল।
গ্রামের লোক গন আতঙ্কে
                     সকলে বাঁধায় গোল।


তেলীর বেটি বড় সাহসী
                  তার গেইটের পরে।
গভীর রাতে দরজা থাবায়
                   মড়া কান্না ধরে।


ফোন করিয়ে দিকে দিকে
                   খবর ছড়ান তেলী।
দরজা খুলে বেরিয়ে বলে
                    কইরে কোথায় গেলি।


গ্রাম বাসী আসে ছুটে
              অস্পষ্ট দেখতে পায়।
গ্রামের গভীর জঙ্গল পানে
              কারা জানি ধায়।


থানা পুলিস সবাই আসে
                   শান্ত যখন ঝাপ।
ডাইরি খুলে বয়ান লিখে
                     কনস্টেবল এর বাপ।


০৩-০৭-২০১৮ ইং ;
১৮ আষাঢ় ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।