আর নহে বেশি দূরে
আলোকের উৎসব।


অঙ্গনে জ্বালিয়ে দীপ
মাতোয়ারা হবে সব।


ধনী গরিব ছোট বড়
সবার ঘরে আলো।


আঁধার করিতে দূর
গৃহে প্রদীপ জ্বালো।


দুঃখ ব্যথা যতো আছে
সব ভুলে যাও।


মঙ্গল দীপ জ্বলিয়ে তুমি
হাতে তুলে নাও।


সামান্য মিষ্টি মুখের
করো আয়োজন।


দেখতে দেখতে আসবে পুনঃ
সেই শুভক্ষণ।



১৫-১০-২০১৭ ইং ;
২৮ ই আশ্বিন ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।