আলোর মিছিলে যাত্রী আমি
আঁধার করিতে নাশ।
ঝান্ডা উড়ায়ে শান্তির তরে
মিছিল বারোমাস।


দিকেদিকে শুধু অশান্ত মন
অশ্রু বরষণ।
বাঁচার অধিকারে দলেদলে তাই
করে অনশন।


শনশন গাড়ি চলেছে ভীষণ,
চালক বেসামাল।
পথিক পিষ্ট রাস্তায় পড়ে
হারায় জীবনকাল।


ঝগড়া বিবাদ তির্যক বাক্
প্রতি ঘরেঘরে।
নিন্দায় মুখরিত নরনারী গণ
কাজের অবসরে।


ঝুড়িঝুড়ি মিথ্যেরে করিয়া সম্বল
আত্ম মহিমায়।
আত্মপরিচয় করেন প্রকাশ
আত্ম গরিমায়।


ভাবিয়া আকুল কিনারা কোথায়
কোথায় পরিশেষ।
আকুতি জানাই দোহাই লাগে
চলো আলোকেরদেশ।


       *******