ভেবেছিলাম আজ অঙ্ক কষবো না আর,
সারা দিন নিত্য নাটের খেলা খেলতে খেলতে ক্লান্ত, তাকিয়ে দেখি আকাশ আজ মুখ গুমরে রেখেছে, যেন অল্পতেই
অশ্রু ঝরাবে অভিমানী নব কনের মতো।


কি কনকনে শীত, কী চৈত্রের কালবৈশাখী  ঝড়, ঘড়ি একটানা টিকটিক করে যায়,
বিরাম নেই যতক্ষণ পেটে দম থাকে।


আমি বসন্তের  কোকিলের কন্ঠ শুনার চেয়ে শালিকের কিচিরমিচির ভালোবাসি।
অস্থায়ী, সুসময়ের পায়রায় মন কাড়ে না।
প্রভাতে দরজা খুলেই চির কালিন পরিচিত
সূর্যের আলোয় আমার তাজমহলকে নিয়ে
ভাববো, সেখানে আমার শাহজাহান থাক্
বা না থাক, আমি অঙ্ক কষেই যাবো।


           ********