আসল বন্ধু যে কে;
এখনো বুঝে উঠতে
পারিনি সঠিক।
প্রয়োজনে সবাই হয় আপন।
স্বার্থে আঘাত আসে যখন
আড়ালে পাঁচকথা বলে।
আমার আসল বন্ধুকে
পাইনি এখনো খুঁজে ।
শত রাগালে যে থাকবে পাশে,
বন্ধুত্বের হাত বাড়িয়ে।
বলবে এসো বন্ধু,
আমার কাঁধে মাথা রেখে
জুড়াও তোমার বুকের ব্যথা,
দাও, মুছে দেবো তোমার
দুঃখের অশ্রুধারা।এসো,
গলাগলি করে দুর্বিষহ
পথখানি পাড়ি দেবো
দোহে মিলে। অচিরেই
রাতের আঁধার কেটে
ভোরের নতুন সূর্যদয়ের
আলোকে দেখবো! আবার
তোমার মুখের মৃদু হাসি।


০৬-০৮-২০১৭ ইং ;
২০ শ্রাবণ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।