কতো যত্নে গড়া স্বপ্নের মতো ঘর,
প্রতিক্ষার অবসানকালে এলো
             প্রাণ প্রিয় বর।
স্বর্গের সমতুল্য করে তুলে নিও তাকে;
আশার বাসায় যেন সদা সুখ থাকে।
আশা হবে মা লক্ষ্মী, নীল নারায়ণ,
ফুলে ফলে সোনায় সোনায় ভরুক অঙ্গন।


০৩-০২-২০১৭ ইং ;
২০ ই  মাঘ ;  ১৪২৩ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।


আমার এক বান্ধবি আশা ও তার স্বামী  নীল এর দীর্ঘ প্রচেষ্টার পর যখন বিয়ে হলো,তখন বিয়েতে লেখে এই কবিতা উপহার দিলাম....