আবারো উঠিল বেজে
সাইরেনের আর্তনাদ।
কোথায় যেন ঘটেছে
অঘটন ; হায়!
না জানি কে হারালো
বুকের ধন নীলকান্তমণিকে।
না জানি আবারো কোনো
সন্তান হলো অনাথ।
নয়তো বা মুছে গেলো
কোন মানবীর
সিঁথির সিঁদুর,
কিংবা কেউ
চিরতরে ক্ষুইয়ে নিলো
নিজ্ দেহের অঙ্গ।
প্রতিদিন তাজা তাজা
কতো প্রাণ অকালে হারাচ্ছে-
তোমাদের মত্ততায়।
হে চালকগন-
ধীরে চলো ; এবার
ক্ষান্ত দাও, তোমাদের
এই নিষ্ঠুর তান্ডব।



১৭-০২-২০১৭ ইং ;
৬ ফাল্গুন ;  ১৪২৩ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।