তুমি কি স্তম্ভিত আমাকে ঘিরে!
রীতা, বল;
বল রীতা।
বারংবার আমার নজর কাড়ছে
তুমার বিস্মিত চাহনি।
দিব্যচক্ষুে দেখছি কিছু সংশয়ের দানা
যেন অঙ্কুরিত হচ্ছে তোমার মনে।
সে অঙ্কুর ক্রমশ সবুজাভ পত্র।
আরো বড় হয়ে বৃক্ষে পরিণত হবে।
না,না,অপেক্ষা নয়।
গুমোটের জটলা পাকা হবে।
সত্যি তো চিরকালই সত্যি।
তাতে সংশয় নেই।
কোনো ভয়ও নেই।
নাই বা হলো লাভ ক্ষতির হিসেব।
তবে কেন পরে...
না হয় আজই খুলে ফেলি
সত্যের অবগুণ্ঠন।


       .......