উত্তল অবতল বেলায়
চড়াই উতরাই পথ বেয়ে
সন্ধ্যা মালতীর সুবাসে স্নাত হয়ে
দেহের উষ্ণতা ঝেড়ে
আরাম কেদারায় খুঁজি
একটুকরো শান্তি।


আকাশের একফালি
চাঁদের সাথে কথা বলি,
সুরে বেসুরে গান ধরি।


সমুদ্রের গর্জনের মতো
ঝপাৎ ঝপাৎ ভেঙে পড়ে
হৃদয় পিঞ্জরে সারাদিনের
অসংখ্য তিক্ত স্মৃতি।
টুকরো টুকরো হয় অন্তপুরি।


তারার মিটমিট হাসি
চক্ষে ভরে কোটি মাইল দূরে
লাখো লাখো চেনা অচেনা
মুখের সুখদুখ মাখা গল্প পড়ি।


হয়তো ঐ ভীড়ে আমিও
নেবো ঠাঁই অবসরে।
আমি ও একদিন
ঝলমলে ঝিকঝিক
রাতের আধারে
আলোর স্নিগ্ধতা ছড়াবো
ব্যাথিতের চোখে।


     🌷🌷🌷