একখানি কবিতা লিখতে চাই
কাগজ কলম নিয়ে বসেছি তাই ।
চারি  দিকে চেয়ে  দেখি কবির  ছড়াছড়ি
কবিত্ব  হীনতায় আমি লাজে মরি ।
কি লিখি রাজারানি,ভূত না পরি
ইস্ , কোনটা যে লিখি, আর কোনটা যে ছাড়ি।
যাই হোক ভালো কিছু একটা লিখতে চাই
কিন্তু ভাষা জ্ঞান কাব্য রস মোটেই তো নাই ।
নাই দাড়ি, নাই কমা, যতি ও ছন্দ।
ধূত! লোকে পড়ে বলবে ভীষন মন্দ ।
লিখতে আছি আপন মনে যা  ইচ্ছে তাই,
যা খুশি আবোল তাবোল ;কি যে লিখি ছাই ।


০৮-০৬-২০১৭ ইং ;
২৪ ই-জ্যৈষ্ঠ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা