দোহাই লাগে এবার তুমি এ পথ ছাড়ো সই।
আশার খেতে সোনার ফসল পাকা হলো ঐ।


দিবা রাত্রি অহর্নিশি স্বপ্নে যে তার ঢেউ,
গানের তালে হেলে দোলে ফসল তুলছে বৌ।


তোমার ব্যাঁকা নজর খানি ছাড়ো গঙ্গার পানে,
বন্যার জলে খরস্রোতে ভাসিয়ে নেবে টানে।


সমুদ্রের ঐ হাঙর তিমি রসদ পাবে বটে,
পাকা ফসল ঘরে তুলে নেবো দোহে লুটে।


                ------


২৭-০৬-২০১৮ ইং ;
১২ আষাঢ় ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।