সমান অধিকারী হয়েও
যে পায়নি কো অধিকার।
চাকুরী জীবীতে যার
ছিলো না কভূ ঠাঁই।
যে ছিল একদিন
আনমনে,অতি সংগোপনে,
অনাদরে অন্তরালে অন্তবাসে,
অবহেলায়,অতি লাঞ্ছনা লয়ে,
নীরবে- নিভৃতে চির নিদ্রায়
বন্দিনী চার দেওয়ালে।


কালের খড় স্রোতে আজ
সে দেওয়াল ভেঙ্গে ভেসে
মুক্তি পেলো। সুদীর্ঘ নিদ্রা
দিয়েছে  তাঁকে যারা,
এবার সকলের সুখ নিদ্রা
তার হাতে।সে আজ প্রলয়ঙ্করী,
রক্ষাকারী ধনন্তরী ;
রুটি রুজির তরে আজ
নয় দেবদেবী, চলো সবাই
বন্দনা করি তাঁর চরণতলে।



২৬-০৮-২০১৭ ইং ;
৯ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।