রবির তখনও চোখে তন্দ্রা ;
আমি ছোটে চলি  গন্তব্যাভিমুখে, শিলাবৃষ্টি,
ঝড়,কুয়াশা মাথায় করে ঝুঁকি নিয়ে।
দৃষ্টি সামনে, গতি সমানে।
সময়ের ঘড়ি ছুটে তার ও আগে।
প্রার্থণার সময় বয়ে চলে।  


প্রতিদিন একই দৃশ্য রঙ্গমঞ্চে।
যে যার ভুমিকায় অভিনয়ে মত্ত উন্মত্ত।  


বনেদিআনার বাহার !
একহাতে লাঠি,
অন্য হাতে শিকলে বাঁধা বিদেশি ব্রিড।
পটি আর সকালের হাঁটা।
শরীর চর্চা ও বটে।
আধুনিক সভ্যতার অনুকরণ।


গিন্নীর ওষ্ঠাগত প্রাণ।
টিফিনবাক্সে রকমারি আহার ।
বাহারী সাজের তোড়জোড়।
মায়েদের চলে ভিন্ন প্রতিযোগিতা,
নিরবে কিংবা সরবে।
ইংরেজি মাধ্যম শিক্ষা, আধুনিক স্কুল।
অনেক স্বপ্ন, উচ্চাশা।


তৈরী হয় নোবেল রচনার কারিগর।


আরেক শ্রেণী যারা দিনান্তে..
পান্তাটুকুর সংস্থান করে মাত্র।
একমুঠো ভাত তুলে দিতে ব্যর্থ -
স্কুল পড়ুয়া শিশুর মুখে।
অভাব তাদের নিত্য দিনের সাথী ।
সাঁঝের বেলা পুরানো খবরের কাগজ
হাতে, পড়ে বাংলার ইতিহাস।
শহীদের ইতিকথা,বাংলা মায়ের কথা।
লিখে যায় ছেড়া কাগজে চিরকুট,
বাংলার কথা বাংলায় ।
তোমার কথা, আমার কথা,
মাতৃভাষার কথা।


           *****