হায়রে হায়রে হায়
আর কতো দেখবো।
কি আর খেতে বাকি
আর কতো খাইবো।
লতা,পাতা,শাক, সব্জী
যতো আছে খাবার।
বাঁশ ঝাড়ের কচি বাঁশ
তাও চাই আবার।
ত্রিপুরার কাঁচামাল
বাঁশ এখন নাই।
কতো পেপার মিল আজ
বন্ধ হলো তাই।
বাজারেতে একচেটিয়া
বাঁশকরুল এর চল।
জাতি উপজাতি মিলে
কিনছে বেঁধে দল।
ডাল মাছ মাংস
সব কিছুতেই বাঁশ।
যতো খায় ততোই
মিটেনা আর আঁশ।
সন্ধ্যার টিফিন কিংবা
সকাল এর খাবার।
কচি কচি বাঁশ সব্জী
সব কিছুতেই এবার।
বড় বড় পাকা বাঁশ
বাজারে অভাব ।
রাক্ষস মানুষের আজ
সব খাওয়ার স্বভাব।