০১/০৫/২০১৭
উত্তপ্ত দুপুর আমি প্ল্যাটফর্মে বসে,
রয়েছি যাত্রীবাহি ট্রেনের আগমনের আশে।
নহিএকা সেথায় আরো আছে আমার মতো,
দলে দলে যাত্রী হেথায় প্রতীক্ষারত ।
অচেনার আনন্দ আস্বাদনে ব্রত এইস্থানে,
ধরা পড়ে কতই ছবি মোর নিরীক্ষনে।
কতো পথিকের হয় এপথে আনাগোনা,
কতো বেদুঈনের বাস নিয়ে ছানাপোনা।
এই খর বৈশাখের প্রখর তেজ রাশি,
শিলাবৃষ্টি ঝড়তুফানে যায় কি তারা ভাসি।
গোটাকয়েক সাজসরঞ্জাম খোলাআকাশের নীচে
নাহি শীতবস্ত্র, নাহি পাখা ওদের কাছে।
ছোট্ট নিচু তাঁবুর ঘরে কেমন করে থাকে,
কিবা তারা আহার করে কেবা খবর রাখে।।