ভীষণ রকম বিচার হবে,
বললো ওরা।
যুদ্ধ হবে।


মস্ত বড়  গোল বেঁধেছে।
দলাদলি, চ্যাঁচামেচি।
অবস্থা চরম,
হাউস গরম।
ভাদ্রমাসের রোদের মতো।


গলা নাকি শুকিয়ে কাঠ।
ডরেভয়ে জড়সড়।


বিচার হবে,
ভীষণ রকম বিচার হবে।
জমবে আসর।
বাজবে কাঁসর।
দেখবে বসে হাবা যতো।


শাস্তি নাকি পেতেই হবে,
আস্পর্ধা যার বাড়ছে এতো।


কোথায় কি!
দিন  চলে যায় দিনের মতো,
বিচারীরা ঘুরছে যেযার নিজের মতো।


পাড়াপরশি বলছে সবে,
বিচারটা কৈ গেলো তবে।
হম্বিতম্বি, ফুসফাস
সবই কি তবে ফানুস।


      ****