হে,শিক্ষক আপনি একনিষ্ঠ ব্রাজক,
আসিলেন যবে শ্রীভূমি বিদ্যাভবনে।
তখন বসন্ত একেবারে মগডালে।
আপনার পদার্পণে বিদ্যালয় বৃক্ষ
শাখায় শাখায় ফুলে ফলে পরিপূর্ণ।
আপনার প্রসার ছিলো প্রতি শাখায়।
যে শাখাতেই হাত পড়েছে আপনার,
সেখানেই সাফল্য দিয়েছেন আপনি।
আপনার কর্ম আমাদের মনে রবে।
বিদ্যালয় আপনাকে স্মরণে রাখবে।
বিদায়ের ঘড়িতে আজ ঘন্টা বাজলো।
সে ধ্বনী একিসাথে করুণ ও মধুর।
যেতে নাহি দেবো তবু যেতে দিতে হয়।
সৃষ্টির এইতো চিরাচরিত নিয়ম।



২০-১২-২০১৭ ইং ;
৪ রা পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।