একা লাগে,
কখনো বড় একা লাগে।
মনে হয় যেন, কোথাও
কেউ নেই। যখন
রাতের শেষে চাঁদের
আলোক ক্ষীণ হয়ে যায়।
তমসায় ঢেকে নেয়
নীলদিগন্ত। তারাদের
আভা ম্লান হয়ে আসে।
চারি দিকে স্তব্ধতার রেশ।
প্রাণীকুল আপনার আলয়ে
সুখনিদ্রায় মত্ত। বাতাস
মৌন। তখনি; বড় একা
লাগে ।আমি খুলে দেই
মোর বাতায়ন। নির্নিমেষ
চোখে দেখে যাই বাতায়নে।
রচে যাই কবিতা, মোর
সাথী হয়ে রয়, নিঃসঙ্গতার
প্রতিরোধে।


২৩-০৬-২০১৭ ইং ;
৮-ম আষাঢ় ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।
নিজ বাসভবন।