কতো  আর করবে বর্ষণ  হে গগন,  
তোমার এই বারি ধারা।
শান্ত সিক্ত হল যে আজিকে
শস্য শ্যামলী বসুন্ধরা।
আজি মাঠেক্ষেতে জলে জলময়
চাষিদের মাথায় হাত।
বন্যার জলে নিমগ্ন  হল সব
যত চারা রোয়া ক্ষেত।
মৎস্যজীবীর চোখ দুটো আজ
জলে ভরা ছলছল ।
পুকুর ফিসারি অতি বরষণে
উপচে চলেছে জল।
নবজলধারায় মাছেরা আজিকে
মহা মুক্তি পেলো।
যত্রতত্র খোলা ময়দানে
উল্লাসে ছড়িয়ে গেলো।
ছাতা লাঠি হাতে দেশময় সব
ছুটছে মাছের পিছে।
আরো কতো জন দেখে দেখে তাই
সময় কাটায় মিছে।
আজি শহর নগরী ডুবিল বুঝি
সেদিকে নেই কোন দিশা।
জাল নিয়ে মাছ ধরিবেই শুধু
এইতো তাদের নেশা।


০৪-০৬-২০১৭ ইং ;
২০ ই-জ্যৈষ্ঠ, ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা