কখনো দেখেছ কি তুমি
হাসেরা হাসিয়া চলেছে।


লাঙ্গলের ফণায় খুশির বন্যায়
সবুজ বীজেরা বলেছে।


কাকাতুয়া কি কভু ডেকেছ
কাকেদের মতো  কাকা।


যতোই সোজা বাঁশের খুটি
স্বচ্ছ জলে ব্যাঁকা।


মায়না পাখী করিছে বড়াই
নিজের নামটি নিয়ে।


কোকিল যদিও কালো বটে
মনটি কাড়িল গেয়ে।


শুকনো বালুকায় স্নান সেরে
চড়ুই উড়িলো কোথা।


ক্ষুদ্র লঙ্কা, গাজার কল্কা
কেমন ঘোরায় মাথা।


বাদরের দল বাঁদরামি করে
যখন সুযোগ বুঝে।


শেয়াল নেউল টহল লাগায়
ভাঙ্গা বেড়ার খুঁজে।


বইগুলো সব ধূলো মেখে
পড়ে আছে তাকে।


নেটওয়ার্ক গেম খেলবে বলে
মোবাইল ফোনে ডাকে।


বাচ্চারা আজ খায়না মিষ্টি
পিৎজা হাটে ভীর।


মধুমেয় রোগী লুকিয়ে গিলে  
রসগোল্লা রাবড়ি ক্ষীর।
    


     ******


০৭-০৮-২০১৮ ইং ;
২০ শ্রাবণ  ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর,উত্তর ত্রিপুরা
ভারত।