গভীর রাতের গহন কালো
গরিব ঘরের দীপের আলো


মাসের শেষে ভাতের পানা
থলের তলায় চালের দানা


সেথায় তরু সবুজে সাঝে
ঢাকের কাঠি বাজনা বাজে


ভোরের বেলায় শিউলি ঝরে
ঘাসের গালিচা উঠলো ভরে


ছোট্ট সোনার পুজোর জামা
কিনে দিলেন আবির মামা


খুশির জোয়ার শিশুর নাচে
গরিব পিতা ভেবেই বাঁচে।


      ৷৷ ******।।