নিত্য পূজা আজ আর
                           হলো না কো সারা।
শত সহস্র কাজের ভিড়ে
                          আমি দিশা হারা।


মোর বাগানের ফুলরাশি
                          রৌদ্রের তাপে পুড়ে,
দলগুলি তার শুকিয়ে গিয়ে
                          অকারনে যায় ঝরে।


বড় অভিমানে মোর দেবতা
                         রুষ্ট হয় পাছে,
ভিক্ষে চেয়েছিলেম একটু খানি
                         তাই তোমাদের কাছে।


ভিখারি কি কভু দিয়েছে ভিক্ষে
                           এই ত্রিভূবনে,
দুহাত বাড়িয়ে সে কেবল
                          ভিক্ষে নিতেই জানে।


১২-০৫-২০১৭ ই
২৮শে বৈশাখ ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।