দারুণ বসন্তে জ্বলজ্বলে
আগুন চঞ্চল অবুঝ মন,
বৃত্তের কেন্দ্র ছেড়ে ছুটে
দিকভ্রান্তের মতো ঘুরে
পর্বত শিকড় ছুয়ে ঝর্ণা ধারায়,
আবারো কেন্দ্রীভুত হয়।


দক্ষিণা বাতাস কোথা হতে
কার আশে ঘুরে আশেপাশে।


ফুল কি জানে কোন ভ্রমরা
উড়বে তার আকাশে, শুনাবে গান,
জানাবে সুমধুর বারতা!
বর্ষিবে নব নব  অপত্য।
ফাগুনের রঙিন নাচন
হৃদয়ে তরঙ্গ তোলে  


উত্তাল সমুদ্রের মতোই।


       ৷৷ ******।।