ঘুম নেই চোখে,
       শুধু প্রহরের পর প্রহর গুনে যাই ।
এপাশ ওপাশ করা শুধু
       পালের ভেড়া গুনতে গুনতে
            ক্লান্ত হয়ে যাই ।
                 বৃথাই চেষ্টা ঘুমাবার।।


মনে আসে কত
    ভীত্তিহীন পুরানো কথা,
চোখে ভেসে আসে
       কত পুরানো স্মৃতি,


চারি দিক নিশ্চুপ
মশার পাখার গুনগুন
মনে হয় সাইরেন বেজে যায় ।
ঘড়িটা অক্লান্ত ভাবে
           টক্ টক্ করেই চলছে ,
মাঝেমাঝে টিকটিকির
                         টিক্ টিক্  ।


নিশাচর  পাখি গুলো ঘুরছে
                    আহারের সন্ধানে ।
টিনের চালে সুপারি ফেলে
                 তন্দ্রাটুকু কেড়ে নিল ।।


দূরে, পাহারাদারের হাক্
রাত্রি অন্ধকারের বুক চিরে
          মাঝেমাঝে
গাড়ি কিংবা বাইক চলছে ।।


কোথাও কোন ছোট্ট শিশুর কান্না
      মনে হয় মাতৃদুগ্ধ
                         পানের নেশা ।


পাশের ঘরে সুখ নিদ্রায় কাতর
      কত বিচিত্র সুরে
            নাক ডাকার গান।
আমার কানের দোরগোড়ায়
                মাইকের মতো বাজছে ।


অমাবশ্যা, অন্ধকার
             কি বিশাল রাত
আমি একা জেগে
মোর ঘুম নেই চোখে ।।
        ------      
রচনাকাল
২৬-০৭-২০১৬ ইং
১০- আশ্বিন -১৪২৩ বাং
ধর্মনগর,উওর ত্রিপুরা।